সময় বদলায়, বদলাতে বাধ্য ধরায়!
আজ যাকে মনের কথা বলতে না পারলে অস্থির লাগে!
একদিন দারুণ সুসংবাদেও তার কথা মনে পড়বে না।
এমনকি দুঃখের সময় কাতর হয়েও তার চৌকাঠ  মাড়ানো হবে নাহ!

কোন প্রিয় জিনিস বেশিদিন প্রিয় লিস্টে থাকে না!
সময়ের সাথে তার জায়গা দখল করে নতুনে।
আজ যাকে ভালোবেসে মন ভরিয়ে দিচ্ছেন!
কিছুদিন পর হয়তো তার জন্য এই অনুভূতিটা থাকবে না।
হাওয়াই-মিঠার মতই শূন্যে মিলিয়ে যাবে আবেগ।

দুঃখগুলো যন্ত্রণাদায়ক হলেও অস্থায়ী।
দুঃখগুলোকে চিরজীবনের সঙ্গী ভেবে বুক পেতে দেওয়ার মানে হয় না।
সুখ যেমন পালা করে আসে,
দুঃখগুলোও প্রয়োজনে আসে আবার, প্রিয়জন পেলে বদলে যায়।

নিষ্পেষিত সময়ের অন্ধকারাচ্ছন্ন হতাশার রং বদলে,
কাল কি হবে আমরা কেউ জানি না,
কালকের ভাবনায় বিশাদে বিভোর না থেকে, আজকের সুখে হেসো না!
অদৃষ্ট বিধাতার দান, অদৃষ্ট বদলাতে সময় লাগে না।

আজকে যেটুকু সুখ হাতের নাগালে পাওয়া যায়,
তাকে উড়িয়ে না দিয়ে উপভোগ করাই সুখস্মৃতি।
হয়তো শেষ সময়ে সুখের স্মৃতিচারণের সুযোগ থাকবে না।
সময় বদলায়, বদলাতে বাধ্য ধরায়!

==========