স্নিগ্ধ সুষমা সৌরভে মুখরিত মুখশ্রী।
বিদীর্ণ চঞ্চলা নয়না হরিণী!
করেছি আজ তোমায় স্বরন!
নয় তুমি শুধু প্রিয়জন।
তুমি অনন্তকাল, সহস্র কাল, সহস্র মহিমায়,
একান্ত নিরবচ্ছিন্নতায় ক্লান্ত মানসপটে
হাহাকার নিরব নিথর হৃদয়ের একমাত্র আপনজন।
ছন্দের চন্দ্র-মল্লিকায়, কোমল ছায়াবীথিকায়,
তোমাতেই জড়িয়ে থাকে হৃদয়।
আজি কন্ঠে স্বপ্ন ধরি, স্নিগ্ধ রুপ মর্মরী!
জড়িয়ে তপ্ত তনু, আঁকিব রংধনু!
দূরে কেন.. সুন্দরী শর্বরী...!


=========