অসীম আকাশ  জুড়ে শুধুই কুহেলিকা
জানিনা কোথায় রয়েছে এর যবনিকা।
ধোঁয়াশায় ঘেরা রয়েছে এই বিশ্বভুবন
যার ফলে আমাদের ক্ষয়িষ্ণু জীবন।
বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে  পরিবেশ
প্রাণী কুল এর কারনেই হচ্ছে শেষ।
সবুজ ধংস করে গড়ছে শহর
দূষিত হচ্ছে প্রকৃতি ভরছে জহর।
অক্সিজেনের অভাবে হচ্ছে মৃত্যু নিকট
না বাঁচালে প্রকৃতি সামনে দিন বিকট।