সাধ জাগলো যখন করতে হবে আরো উন্নয়ন
জোয়ারে ভাসিয়ে দিয়ে ইচ্ছা তরী
গড়তে গিয়ে অগণিত শিল্প নগরী
মানব দরদী এ কোন মহাজন
বিশ্ব জুড়ে অবাধে করলে বৃক্ষ নিধন?
বহু বনভূমি ধ্বংস করেও সাধ মেটেনি,
পোড়াতে শুরু করলে আমাজনের বনভূমি।
জীব জগতের ফুসফুসে লাগলো যখন আগুন
চারিদিকে উঠতে শুরু হলো মহাপ্রলয়ের ধুম
হাউ হাউ কেঁদে ভাসালো আমাজনের অরণ্য
তাকেও দাওনি ছাড়
আহা, চিন্তাশক্তি ও পরিকল্পনার এ কী বাহার!
ভাবোনি বৃক্ষ নিধন করলে বাঁচবে কি জীবনধন?
বাঁচতে হলে বৃক্ষ রোপণ করারও আছে প্রয়োজন,
নয় তো জলে যাবে তোমার সব উন্নয়ন।
বুঝতে বাকি যা খুশি করা যায় না যখন তখন?
বেশ তো ছিলে মজলিসে
বৃক্ষ নিধন করেছো উল্লাসে
ভেবেছ কি প্রকৃতি চিরকাল থাকবে উদার?
মুখ বুজে সইবে তোমার মার?
বেশ তো হতে চেয়েছিলে
প্রকৃতি ও জীবজগতের একচ্ছত্র বাদশা
প্রকৃতির মার খেয়ে
অসহ্য দাবদাহে দহে
এখন কি মনে হয় বেহাল দশা?