তোমারে পাইলে মায়ের আঁচলে যেমন কইরা মুখ লুকাইতাম,
ঠিক তেমন কইরা তোমার শাড়ির আঁচল তলে লুকাইতাম।
তোমারে পাইলে মায়ের জন্য যেমন কইরা কানের দুল বানাইছি,
ঠিক তেমন কইরা তোমার জন্যও বানাইতাম।
তোমারে পাইলে মায়ের জন্য যেমন শাড়ি কিইনা আনছি,
ঠিক তেমন কইরা তোমার জন্যও শাড়ি নিয়া আইতাম।
তোমারে পাইলে মায়ের বুকে যেমন কইরা ঘুমাইছি,
ঠিক তেমন কইরা তোমার বুকেও মাথা রাইখা ঘুমাইতাম।
বিশ্বাস করো, টাকাওয়ালার লগে যে কেউ বিয়া বসে
রূপবতীরে যে কেউ বিয়া করে,
ইহা সত্য, যে কেউ একসঙ্গে থাকতে পারে নাহ,
তার লাইগা অনেক অনেক ভালোবাসা লাগে
বিশ্বাস লাগে, সুখে দুখে একসঙ্গে থাকার লাগি।
টাকা একদিন খরচ হইতে হইতে শেষ হয়
যেমন কইরা রূপ ক্ষয় হইয়া যায়,
তবে শেষ বয়সে একটা লাঠির প্রয়োজন লাগে বড্ড বেশি
যে লাঠি তোমার শেষ জীবনের বন্ধু হবে, যৌবনের বন্ধু ছিল।
খোদার কসম, খোদার কসম, খোদার কসম,
তোমারে পাইলে পাইয়া যাইতাম আমারে।