প্রেমের নামে মন ভাঙার খেলা খেলছো তুমি
মসজিদ, মন্দির, গির্জা, দেখার মানুষ আছে
ভাঙা মন দেখার মানুষ নাহি পাই আমি
অবহেলা পেয়ে পাথর হয় অন্তর
ব্যথায় ঝরে পড়ে তারা, আঁধারে রয় চাঁদ
তাদের মতোই এই জীবন মোর।
প্রয়োজন শেষে প্রার্থনার ফুল পড়ে থাকে ধুলোতে
মানুষের কাছে আছি তেমন হয়ে,
ভাঙা মন দেখার মানুষ নাহি পাই আমি
প্রেমের নামে মন ভাঙার খেলা খেলছো তুমি
পাখির ডাকে বেদনার সুর বাজে সকলে নাহি শুনে
অনেকেই বলে আহ কি মধুর সুর তার কণ্ঠে বাজে
অথচ তার হৃদয়ে থাকে বেদনা আর বেদনা।
বুঝে না কেউ চিৎকার করে আকাশ ডাকে কেনো
কেনো ঝরে তার চোখে জল
সকলে শুধু তার হাসিটাই দেখে
দেখে না কেউ তার চোখে বেদনারই জল,
নাই এই জগতে দেখার মানুষ ব্যথায় অন্তর
কাঁদে মোর জীবন বাঁশি বিদায়ের বাসর
সুখী হোক প্রিয়ে মোর, তার সুখের জগত
অবহেলা পেয়ে পাথর হয় অন্তর।