আমার কী আর সাধ্য আছে
বাঁধবো ভালোবাসায় আপনায়
যদি না বাসেন ভালো
আপনি আমায়।
কপাল ফাটা ভাঙা অন্তর
কেউ লয়না অধমের খবর
যদি দয়া হয় হয়গো
ঠাঁই দিয়েন আপনার ভিতর।