প্রশ্ন

এখনও আমরা চুপচাপ থাকবো?
নেকামোর ভ্যাড়ামি মুখ বুঁজে সইবো
আর কত কালশিটে ফিনকি চাইছি?

কুরুক্ষেত প্রস্তুত তবুও ভাবছি!
দিকে দিকে বুক ভাঙা হাহাকার একটুও কম নয়
দেখছো না টেরা চোখ চকচক করছে?

বেহুলার সম্ভ্রম যারা আজ কাড়ছে
সেখানেও শীত ঘুম এতোটা!
কিভাবে আশ্রয় প্রশ্রয় পাচ্ছে কে জানে?

আবারও ঘুরেফিরে দাস প্রথা ফিরছে !
ভাতাটা ঠিকঠাক থাকলে---
পরজীবী হওয়াটা স্বাভাবিক হয়তো।

টলে যাক,ধসে যাক পৃথিবী--কার কী
ক্রমশঃ ভরা রঙ মুখোশের কীর্তি--
উজ্জ্বল হচ্ছে দিন দিন প্রতিদিন!

আগাগোড়া ঘুণে ভরা কঙ্কাল সমাজের--
পুরোপুরি মাজাটাই ভেঙ্গে গেছে দেখছি
তাই কি প্রতিকার পেতেও এতো ভয় জাগছে?

মৃত্যু হতে আর বাকি নেই
থাক তবে শান্ত লাশেদের এ মিছিল
বর্বর এটিলার ঝন ঝন ঝনানি সইতেও প্রস্তুত!

কিছুতেই বদহজম হচ্ছে না দেখছি!
হজমের রাস্তা এতো খানি স্বার্থক যদি হয়
কেন তবে আমরা সভ্যের দাবিদার এতোদিন?
----------------------------------
১৪/৫/২৪-অবুঝ মন -