আমি তোমার দত্তক নেবো
ভালোবাসার সাগরে ডুবানোর জন্য ,
তোমার ইচ্ছে গুলোর , ইচ্ছে পুরনের জন্য
তোমার হাজার বায়না - মেনে নেবার জন্য
হাজারো ভুল শুদ্রে , ভালোবাসার জন্য

আমি তোমার দত্তক নেবো
ভালোবাসা মিশ্রিত শাসন করার জন্য
বন্দনের কারাগারে , বন্ধি করার জন্য
তোমার প্রতিটা কাজের হিসেব নেবার জন্য
ঘরে ফিরে আমার কাজের হিসেব দেবার জন্য

আমি তোমার দত্তক নেবো
তোমার আমার একটা অন্য পৃথিবী বানাবো !
যেখানে - শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে পাশাপাশি
ক্লান্তির শেষে - দুজন রবো পাশাপাশি -

আট - পাঁচ - আঠারো