এই গরমে ভিক্ষুক রাতে
নাড়লো কড়া,
বাড়ির মালিক বলছে কেশে
কে রে তোরা?
ও চাচা-ভিক্ষা করি
ভিক্ষুক আমরা।
রোদের তাপে পুড়ছে মোদের
পিঠের চামড়া।
তাই বলে কি এতো রাতে
ভিক্ষা চাওয়া,
জ্বি চাচা-দুদিন হলো পোলাপানে
পায়না খাওয়া।
ও চাচা-কি করমু ক্ষুধা পেটে
যাচ্ছি মারা,
তার উপরে বৈশাখ মাসের
দারুণ খরা।
তাই বলে কি এতো রাতে
আসবি তোরা?  
না চাচা-আসতে চাইনি রোদের তাপ
পেটে ক্ষুধা জ্যান্ত মরা।
ওভার টাইম করস নাকি
আবার তোরা?
না চাচা- তাপ দহনে হইনা বাহির
দিন যে চড়া।
হিট স্ট্রোকতে মারা গেছে
পাঁচ মেয়ের বাপ মুসা ফকির,
এই ভয়েতে আমরা এখন
দিনের বেলা হইনা বাহির।
গরম বাতাস রোদের তাপ
বইছে দিনে,
ঠিক করছি বৈশাখ চৈতে
ভিক্ষা করমু রাতের ক্ষণে।