এই পৃথিবীতে হারিয়ে যাচ্ছে সততা
শক্ত আসন পেতে বসেছে মিথ্যা
লোভ আর লালসায় পুরছে মানবতা
গভীর অন্ধকার কুপে বিবেকটা মাটি চাপা
এমন পৃথিবীতে কি করে থাকবে ভালবাসা
ভালবাসার নীলপরী উড়েগেছে ডানা মেলে
গহীন সাগরতলে
অল্পকিছু ভালবাসার নীলপরী পড়ে আছে পৃথিবীতে
যেতেপারেনি তারা আহত ডানা নিয়ে
কেউ পরে আছে মায়ার বাধনে পরে
প্রতিনিয়ত তারা পিষ্ট হচ্ছে মিথ্যার অন্ধকারে
লোভ লালসায় পুড়ে দগ্ধ হৃদয় নিয়ে
উড়ে উড়ে ঘুড়েবেড়ায় ভালবাসার পথ্য চায়
এই বসন্তে পথে পথে হেটে
ধুলিমাখা পায় নদীর ধারে বসে
দুচোখ মেলে বহুদুরে সবুজের সীমানায়
আহত নীলপরি আমি খুজছি তোমায়
চলেযেওনা তোমরা পৃথিবী ছেড়ে
উড়ে বেড়াও কবিদের কবিতার মাঝে
সাগরের নীল জলরাসির উপরে
ডানামেলে মুক্তপাখি যেভাবে উড়ে।
            (অসমাপ্ত)