শুধু এক প্রহর
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমার কাছে আমার চাওয়া
খুব বেশিই কী ছিল!
শুধু এক পলক
দেখতে চেয়েছিলাম !
শুধু এক মিনিট
কথা বলতে চেয়েছিলাম !

তোমার কাছে আমার চাওয়া
খুব বেশিই কী ছিল!
শুধু এক প্রহর
নিশাচর হতে চেয়েছিলাম !
শুধু এক রজনী
নক্ষত্র গুণতে চেয়েছিলাম!

তোমার কাছে আমার চাওয়া
খুব বেশিই কী ছিল!
শুধু তোমার নিঃশ্বাসের
শব্দ শুনতে চেয়েছিলাম!
শুধু এক প্রভাতে
শিশির ছূঁইতে চেয়েছিলাম!

০৯-০৫-২৪ইং