বিদ্রোহী ঢেউ
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি চলে যাও
এ আমি চাই না,
আমিও তোমায়
ছেড়ে যেতে চাই না...!

তাহলে কী প্রকৃতি
বিদ্রোহী ঢেউ দিচ্ছে,
আমায় দগ্ধ করতে
অনল প্রস্তুতি নিচ্ছে...!

তাইতো বাতাস আজ
বিদ্রোহী কুশল দিলো,
আর আমার প্রাণবন্ত
প্রাণ বের করে নিলো...!

১৪-০৫-২৪ইং