আমি জড়িয়ে থাকতে চাই এক সঙ্গে
এই লতাপাতায় মোড়া পরিবেশে ।
দেখবো বাতাসে উড়বে কাশফুল,আমার সর্বাঙ্গে ।
অব্যক্ত ক্লান্তি দূর হবে; এই সিক্ত আবেশে।

চারিদিকে শুধু স্বস্তির আহ্বান,
যদি হয় একটু খানি বৃষ্টির ঠান্ডা ছিটা।
তবুও হয়েছে কৃপণ ক্ষুব্ধ হয়েছে আসমান ।
শুকনো ভূমিতে আকাশ ফেটেছে,বজ্রের ছিটা ছটা ।

তবু আমি ভূলবোনা তোমায়,
অন্তত আছে ঘামের ফোটা এই অঙ্গে,
দেখেছি প্রখর রোদে নদীও শুকায়,
টিকে আছি আমি প্রভু তোমার কৃপায়।

ব্যাঙের বিয়ে দিয়েতো বৃষ্টি হয় না,
শুধুই ভন্ডামির রং তামাশা।
গাছ কাটবে, গাছ রোপণ করবেনা,
বেড়েছে পরিবেশ ভারসম্যে হতাশা আর হতাশা ।