স্বামী স্ত্রীর প্রার্থনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১১-০৫-২০২৪ ইং

মানুষ নামে আমরা ধামে
ভুল মানুষের হয়,
ভুল মানে পাপ ভুল অভিশাপ
সাধের জীবন ক্ষয়।

তাই তো দু'জন ভাসাই নয়ন
ভুল যদি হয় রব,
ভুলের মাশুল দিও না শূল
মাফ করে দাও সব।

পত্নী-স্বামী দিবা-যামী
ফেলছি চোখের জল,
পাপ স্মরণে রব বরণে
বইছে আঁখির ঢল।

চলার মাঝে সকাল সাঁঝে
হয় কত না ভুল!
কতই কথা মনের ব্যথা
পাই না সাগর কূল।

তুমি ভয়াল ভীষণ ময়াল
আল-ক্বাহারের রূপ,
শঙ্কা মনে সঙ্গোপনে
সন্ত্রস্ততে চুপ!

বর বধূতে একই সাথে
হাত তুলেছি তাই,
পাপ করেছি শির নোয়াইছি
পাপরাশি মাফ চাই।

গুনার বোঝা নয়কো সোজা
পাহাড় সমান ভার,
আমরা তাপী মহাপাপী
কাঁদি জারে'জার।

তোমায় স্মরি চরণ ধরি
দয়ার দৃষ্টি দাও,
ইয়া রাহিমু আল-কারিমু
কবুল করে নাও।

আমিন আমিন দাও না জামিন
আরজি তোমার দ্বার,
রোজ হাশরে শেষ বিচারে
করিও পারা'পার।

আমরা দু'জন পাখির কূজন
জান্নাতে চাই ঠাঁই,
দয়াল প্রভু আর না কভু
কিছুই চাওয়ার নাই।