চোখে সদা স্বপ্ন দেখি
পরিস্কার স্বচ্ছ জল
দু পাড়ের গাছে ঝুলে আছে
কতনা ফুল আর ফল।

ডিঙ্গি নৌকা ভাসিয়ে চলছে
মাঝি বৈঠা নেড়ে
বোঝাই নৌকা ভিড়ছে সদা
নোঙর ফেলতে তীরে।

জেলেরা সব জাল ফেলছে
নিত্য তারই কাজ
মুখটি তাদের হাসি খুশি
ধরছে হরেক মাছ।

রুইকাতলা বোয়াল চিংড়ি
চিতল বেলে আইড়
সরপুঁটি আর বাঁশ পাবদা
নিটে মলা বাগাইড়।

বর্ষা শেষে শরৎ এলে
নৌকা বাইজ মেলা
পালা গান আর পুতুল নৃত্য
হরেক রকম খেলা।

বাস্তবতায় উল্টো সবই
নদী হয়েছে ড্রেন
উচ্চ শিক্ষা নিয়ে আজি
শয়তানের ন্যায় ব্রেন।

যে যার মতো দখল করছে
মল ফেলছে সেতায়
সবাই নিজের দরবেশ ভেবে
একে অন্যের গুঁতায়।

এমন ভাবনা ভেবে দেখি
সবই গুড়ো বালি
এসব দেখে শুধুই এখন
সাহেবদের দেয় গালি।