আমার একটা তুই চাই
সকালে বিছানায় আড়মোড়া
ভাঙুক আমার গায়।
এলোমেলো পোশাক, খোলা চুল
এক কাতে শুয়ে,  
একটা পা আমার গায়।

আমার একটা তুই চাই
তোর নামেই উঠুক ঝড়
আসুক কালবৈশাখী নেই ডর
আগলে রাখিস আঁচল তলে
তোর উপরেই করবো ভর।

আমার একটা তুই চাই
দুজনে একটা কাপে চুমুক দিয়ে
মেটাই মোদের অপূর্ণ আশা
তোর চোখে শুধু ভাসে  
মোর নিরব ভালোবাসা।

আমার একটা তুই চাই
পেয়ে তোর ঠোঁটের ছোঁয়া  
মেটেনা মনের সাধ
তোর স্মৃতিতে ভেজে বালিশ
আঁখিতে দেই বাঁধ।

আমার একটা তুই চাই
হৃদয়ের কতো কাছে আজও আছিস
থাকিস যতই দুর
তোর স্মৃতিতে দিনটা কাটে  
বাজে তোর গানেরই সুর।

আমার একটা তুই চাই
বুকের মাঝে জড়িয়ে ধরে
আপন সুরে বীণ বাজাই
প্রেমের পরশ সুখ দিয়ে যায়
সকাল সাঁঝে দু বেলায়।