দুচোখ তার প্রশস্ত বিস্তর জলের গানের হাসি ,
সুন্দরতা আজ মিশেছে তার অন্ধকারে আসি ।
চুলে তব বেণি গাঁথা কালো মেঘের ভর ,
এক হাসিতে শহীদ যত ভালোবাসার নর ।
কাজল চোখে পানি আসলে কালো মুক্তা ঝরে ,
প্রেম পথিকের দৃষ্টি ফেরে নীল আঁচলের তরে ।
ঘাসের উপর আলতা পায়ে রক্ত ঝলমল ,
তার প্রেমেতে শক্তিশালী কে করিবে দুর্বল ?
কালো চোখে কালো চুলে উড়ায়ে দেয় প্রেম ,
সেই মায়াতে ঘুরেফিরে মন আমার শ্যাম ।
মন উতলা প্রাণ উতলা উতলা মোর দেহ ,
কালো চোখের রাণী ছাড়া শান্ত করে কেহ ?
শ্যামার প্রেমে শ্যাম মজেছে ডাক হাঁকিছে মন ,
কৃষ্ণকলি ছেড়ে মনে যুদ্ধ ক্ষণে ক্ষণ ।
দেখিলে তারে তৃষ্ণা বাড়ে মিটে নাহী জলে ,
তার চোখেতে প্রেম যে আমার বাঁচিব কোন ছলে ?