পাড়ের পেখম

সেজন  চিত্রণ  পাড়ে পেখম ফুলায় কীর্তনখোলার পবনে  
যেন কানে পোজ দেয়া কোন পৃথ্বী-ফুরি ;  
দোলে শ্বাস দীঘির দিলেতে মধুমতির বাটে ,    
শাপলা গুলো  হয়ে যায় বেলুন বিরল বশেখে    
পুরনো শালিক বনলতা ঘ্রাণ খোঁজে দূর দখিনে  
সুতলি ধ্রুপদী বাজায় আচল জমিনে ।  


মিরপুর, ঢাকা । ১৮.০৫। ২৪।