সব জীবনই মায়ের আদর
যত্ন স্নেহ ছায়া
খোঁজে বোঝে অনুভবে
অসীম অপার মায়া।

ভয় কোনো নাই এগিয়ে পথ
হাতটি ধরে চলা
মায়ের সাথে ভাব বিনিময়
কথায় কথা বলা।

স্বার্থ বিহীন কে বা আছে
মায়ের কোলে বসা
প্রথম ডাকে ওম মাখা ওম
সারা জীবন চষা।

আমার মায়ের হৃদয় আলো
আমার জীবন কথা
থাকলে পাশে জয়ী আমি
পাই না দুঃখ ব্যথা।

আমার মায়ের স্বপ্নে আমি
রামধনু রঙ দিয়ে
উজ্জ্বল দিনে আঁচল পাতা
মায়ের খুশি নিয়ে।

প্রথম মা ডাক জগৎ বুকে
প্রথম চেয়ে দেখা
আমার মায়ের আছে পরশ
তাই আমি নয় একা।