ভাদ্র মাসে তাল পাকা গরম
মুরুব্বিরা বলে,
দিনের বেলায় রৌদ্রের তাপে
জীবন গেল চলে !

ঈশান কোনে কাল মেঘ
আকাশ গেছে ঢেকে,
মাঝে মাঝে বিজলী চমকায়
কৃষক চষে মাঠে।

তুলসী গঙ্গা নদীর বুকে
নৌকা সাম্‌লায় মাঝি,
স্রোতের টানে নৌকা ছুটে
কিনারা খোঁজে শেষে !

গোয়াল পাড়ার রঘু গোয়াল
নৌকার ছ-ইয়ে বসা,
হাঁক মেরে সাবধান করে
মাঝি তুমি বোকা !

উজান পানে নৌকা টানলে
হবে সলিল সমাধি,
ঘুর্ণী ঝড়ে নৌকা পড়ে ঘুরছে
নৌকা নিরবধি।

উত্তাল ঢেউ-এ নৌকা দোলে
জীবন বাঁচানো দায়,
রঘু গোয়াল মন্ত্র পড়ে, মাঝি
সামাল দেয়।