খুঁজি তোমায় মক্কা মদিনায়
খুঁজিনা এই অন্তরে,
তুমি সদাই বসত করো
মানুষের ভিতরে।।

গরীব দুঃখীর মাঝেই থাকো,
হাত বাড়াইয়া নিত্য ডাকো।।
নিজের পুঁজি নিজেই ঢাকো
বাউলিয়ার বন্দরে।

পির ফকিরের মাঝেই থাকো
চোখ ইশারায় শুধুই ডাকো।।
নিজের রুজি নিজেই রাখো
আউলিয়ার অন্দরে।

১৮মে২৪শনিবার০১টা৪৭পিএম২৮০৩কবিকুঞ্জ