চোখের কার্ণিশে  চড়ে ঘুমের ঘোড়া
টগবগে নামে যজ্ঞের মাঠ
বিপন্ন সুসময় নৈমিত্তিক ব্যাকরণে
সেরেছে কি এশিরীয় পাঠ?
যান্ত্রিক দাবানলে ঘেরেছে মনন সৌধ
চারপায়ে তড়পায় সহজাত
নাগরিক অবসন্নতা মাখে যাপিত যন্ত্রণা
বল্গাছাড়া সভ্যতার ধারাপাত।

মানুষ হয়েছে শুধু দুপায়ের সামর্থ্যে
মানবতার চর্চা গেছে ভুলে
উত্তরাধুনিকতা গেছে বিষন্নতায় বর্তে
মুখোশেরা রেখেছে আজ
মনুষত্ব খুলে